ভালুকায় মেজর আফসার উদ্দিনের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ | ১১:০০ অপরাহ্ণ

শেখ আজমল হুদা মাদানী ভালুকা প্রতিদিন: মহান মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফসার উদ্দিন এর ২৭তম মৃত্যু বার্ষিকী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ভালুকা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আফসার উদ্দিনের পুত্র স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, সহ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহবুব, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, মুক্তিযোদ্ধা চান মিয়া, ভালুকা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, আ’লীগ নেতা ওমর হায়ত খান নঈম, হাজী আব্দুর রহমান, আফতাব উদ্দিন মাষ্টার, অধ্যাপক আফতাব উদ্দিন, সাংবাদিক শাহজাহান, ফজলুল আমিন লিটন, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন।