ডাকপিয়ন
প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২০ | ১০:২৯ পূর্বাহ্ণ

ইমরুল মিশু
তর মনের ডাকবাক্স হতে
উরু চিঠি নিয়ে আসবে বলে
আজো অপেক্ষায় কখন আসবে ডাকপিয়ন,
জমা পড়ে আছে কত শত চিঠি
আমার হৃদয়ের ডাক বাক্সে।
প্রতি নিশ্বাসে যার কথা হৃদয়ে জাগে
সেতো আজ নীলাদ্রির মেঘ
ও মেঘ তুই আসিস,তুই আসিস
কখনো বৈশাখী ঝড় হয়ে।
দক্ষিণা জানালার পাশে বসে
ঝিরিঝিরি বাতাসের আবেশে,
তর উরু চিঠি পড়ার আশায়
আজো অনবরত অপেক্ষা।
তর পদধূলীতে লেপটে থাকা আমার চারপাশে শুধু তরী ছায়া,
আজো বারবার ডাকে আমায়
স্মৃতির কত সমারহ ।
একদিন আসবে বলে আজো অপেক্ষা
তর উরু চিঠি নিয়ে,
আজো ক্লান্তি লগ্নে পথ চেয়ে থাকা আসবে ডাকপিয়ন ।