বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
প্রকাশঃ জানুয়ারি ০৯, ২০২১ | ৭:২৮ অপরাহ্ণ

ভালুকা প্রতিদিন ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলবে তারা। এদিকে নিয়মিত স্কোয়াডের ১০ জনকে বাদ দিয়ে টাইগারদের বিপক্ষে দল দেয় ক্যারিবীয়রা।
উইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব করবেন ক্রেইগ ব্রাথওয়েট। তার ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে জারমেইন ব্ল্যাকউডকে। আর ওয়ানডে স্কোয়াডকে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। সহ-অধিনায়ক করা হয়েছে সুনীল অ্যাম্ব্রিসকে।
টেস্ট দলে আরো আছেন ক্রুমাহ বোনার, জন ক্যাপবেল, কর্নওয়াল, জসুয়া দ্য সিলভা, শেনন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেইন মসলে, ভিরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার এবং জোমেল ওয়ারিকান।
এছাড়া ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হবেন জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকেল হোসেইন, আন্দ্রে ম্যাকার্থি, কর্ন ওটলে, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ালস জুনিয়র।
করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসবেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া শাই হোপ, রোস্টন চেজ, হেটমায়ারসহ অভিজ্ঞ ১০ ক্রিকেটারও আসছেন না বাংলাদেশ।
এক নজরে সিরিজের সূচি:
তারিখ ম্যাচ সময় ভেন্যু
২০/০১/২০২১ প্রথম ওয়ানডে সকাল ১১.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
২২/০১/২০২১ দ্বিতীয় ওয়ানডে সকাল ১১.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
২৫/০১/২০২১ তৃতীয় ওয়ানডে সকাল ১১.৩০মিনিট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
০৩/০২/২০২১ প্রথম টেস্ট সকাল ৯.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
১১/০২/২০২১ দ্বিতীয় টেস্ট সকাল ৯টা ৩০মিনিট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম