অধ্যাপক ড.আব্দুল মতিন সরকারের জানাযা সম্পন্ন
প্রকাশঃ জুলাই ১৬, ২০২১ | ৮:৩০ অপরাহ্ণ

শেখ আজমল হুদা মাদানী ভালুকা প্রতিদিনঃ ময়মনসিংহ ভালুকা উপজেলা ধীতপুর ইউনিয়ন ধীতপুর গ্রাম নিবাসী (সরকার বাড়ী) বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমিরেটস অধ্যাপক ড. আব্দুল মতিন সরকার (৯০) ১৬ জুলাই শুক্রবার সকাল ৬ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও আতœীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার, ১৬ জুলাই নিজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড.আব্দুল মতিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জানাযায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ধীতপুর ইউপি পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।