শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত, যান চলাচল বন্ধ
প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২১ | ১০:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ভালুকা প্রতিদিনঃ গাজীপুরের শ্রীপুর-মাওনা চৌরাস্তা সড়কের ব্যাপারী বাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় চার বছরের শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ (৪) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বীরঅব্দিপুর গ্রামের ফজলুল হকের ছেলে। শিশুর পরিবার ব্যাপারী পাড়া এলাকার নেকবরের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১১টার দিকে মাওনা চৌরাস্তাগামী একটি অটোরিকশার ধাক্কায় শিশুটি সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী কাভার্ডভ্যানের চাকায় আটকে সড়কে পিষ্ট হয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা কাভার্ডভ্যান চালক মঈন ও হেলপার সবুজকে আটক করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, দুপুর সোয়া ১২টার দিকে সড়ক চলাচল স্বাভাবিক করা হয়।