হাটহাজারীতে অগ্নিদগ্ধে শিশু নিহত, আহত ৫
প্রকাশঃ নভেম্বর ১১, ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ভালুকা প্রতিদিন ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবার নিঃস্ব হয়ে যায়। এ সময় রুহান (৬) নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে মহিলাসহ ৬ ব্যক্তি আহত হয়েছে। বুধবার ভোররাতে পৌরসভার ১নং ওয়ার্ডে রঙ্গীপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ঐ এলাকায় আবু তাহেরের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে ৬ পরিবারের বসতঘর ও ঘরের রক্ষিত যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কালে ইউএনও শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।