নান্দাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২১ | ২:২৬ অপরাহ্ণ

ভালুকা প্রতিদিন ডেস্ক: নান্দাইল উপজেলায় বেপরোয়া দুই মোটরসাইকেল সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিন আরহী গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে নান্দাইল ত্রিশাল আঞ্চলিক সড়কের চরভেলামারী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সুমন পাশের গফরগাঁও উপজেলার ঘাঘড়া গ্রামের সাইদুর রহমানের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে রফিক উদ্দিন ভুইয়া সেতুর ওপর দিয়ে সুমন মিয়া মোটর সাইকেল যোগে মধুপুর বাজারের দিকে যাচ্ছিলেন।
সময় তিনজন আরোহি নিয়ে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেল দ্রুতবেগে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাথায় মারাত্বক আঘাত পেয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় সুমন।
এ ঘটনায় আহতরা হলেন মোটর সাইকেল চালক রাব্বি (১৬), মুসা (১৭) ও রাকিব মিয়া (১৬)। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে।
নান্দাইল থানার উপপরিদর্শক সবুর উদ্দিন জানান, নিহত ব্যক্তি বেঙ্গল কোম্পানীতে চাকরি করতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।