ভালুকায় ইমাম উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশে ভারতীয় পণ্য বর্জনের আহবান
প্রকাশঃ জুন ১০, ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ

শেখ আজমল হুদা মাদানী ভালুকা প্রতিদিন: মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা সিদ্দীকা (রা.) কে নিয়ে ভারতের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি’র দিল্লী মিডিয়া প্রধান নবীন জিন্দালের আপত্তিকর অশ্লীল মন্তব্যের প্রতিবাদে ১০ জুন ২০২২ইং, শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবী জানিয়েছেন ইমাম উলামা পরিষদ মোমেনশাহী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভালুকা উপনজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লিসহ কয়েক হাজার তৌহিদি ইমানদারগন অংশ নেন। এ সময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা, ইন্ডিয়ান পণ্য-বয়কট বয়কট, আমার আদর্শকে নিয়ে কোনো কটূক্তি নয়, নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিশ্বের মুসলিম এক হও-এক হও’ সব স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা ভালুকা পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো।