গফরগাঁওয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
প্রকাশঃ মার্চ ২৫, ২০১৮ | ১১:৪৪ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লঞ্চঘাটা বধ্যভূমিতে এসব কর্মসূচি পালন করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে ৭১ এর ২৫ মার্চ কালরাতে ঘুমন্ত হাজার হাজার মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান, মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, গফরগাঁও বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারণীক প্রমুখ।